স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন ও কামরূপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ আকবর আলী বড় হুজুরের জানাজায় মুসল্লিদের ঢল নামে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ ঘটিকায় নিজ গ্রাম শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি হাজার হাজার মুসল্লিরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বড়ছেলে মাওলানা আব্দুল হাই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০