মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা'র সভাপতিত্বে
প্রশিক্ষণের শুভ উদ্ভোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির(কর্মসূচি ও মূল্যায়ন) যুগ্ম পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, নাজির মোঃ আবু বকর সিদ্দিক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ প্রশিক্ষণার্থী গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০