A EC_0 1.2.67 Primo_S8_Mini_V03_07042022 FINGERPRINT: Walton/primo_s8_mini/primo_s8_mini:11/RKQ1.201105.002/Primo_S8_Mini_V03_15032022:user/release-keys HARDWARE: qcom HOST: vsm-build-svr01-pp ID: RKQ1.201105.002 IS_DEBUGGABLE: false IS_EMULATOR: false MANUFACTURER: walton MODEL: Primo S8 mini PERMISSIONS_REVIEW_REQUIRED: true PRODUCT: primo_s8_mini TAGS: release-keys TIME: 1649299927000 TYPE: user UNKNOWN: unknown USER: vsmart
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ২নং জয়কলস ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে ‘কমিউনিটি মতবিনিময় সভা’ এবং
’ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় জয়কলস ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউপি কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন এর সভাপতিত্বে এতে উপস্হিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর সোহেল আহমদ।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
উপজেলা কো-অর্ডিনেটর সোহেল আহমদ বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ,সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।
তিনি আরও বলেন, “বিচার ব্যবস্থাকে সহজলভ্য করতে গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবো
পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন বলেন, আমাদের গ্রাম আদালতের উদ্দেশ্য হলো, গ্রামবাসীদের দ্বন্দ্ব-সংঘাত দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতে এলে সহজেই আইনি সহায়তা পাওয়া যায় এবং এখানে কোনো ধরনের দালাল বা বাড়তি খরচের ঝামেলা নেই। আমি সকল গ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন, তাহলে গ্রাম আদালতে আসুন। আমরা আপনাদের পাশে আছি এবং আইনের মাধ্যমে যথাযথ সমাধান দিতে প্রস্তুত।
উল্লেখ্য,গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
এসময় আরো উপস্হিত ছিলেন প্রবীণ মুরুব্বী সানু মিয়া, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্যা আমিনা বেগম, তৈয়বুন নেছা, ইউপি সদস্য লিটন মিয়া, আশিক মিয়া,জহুর উদ্দিন, হাবিবুর রহমান,ছয়ফুজ্জামান তালুকদার,
সবুজ মিয়া,সাবেক সদস্য নুর আহমদ, ইউপি হিসাবরক্ষক পলাশ চন্দ্র দাস, সমাজসেবক ইকবাল হোসেন,জসীম উদ্দিন, সঞ্জয় চক্রবর্তী, মতিন মিয়া, এফপিআই জাহিদুল ইসলাম,স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।