মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলার উজানীগাঁওস্হ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকরাম আলী, উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আতিউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরশাদ আলী, প্রাথমিকের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, নাজির মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী হোসেন ও রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের লোকজন, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ৷
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ গণ হত্যার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী এর সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০