

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে অধিক গতিশীলতা আনতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৫শে আগস্ট) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে শান্তিগঞ্জ
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এতে উপজেলার বিভিন্ন সমবায় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের লোকজন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন,ক্ষুদ্রঋণ কেবল দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয় বরং আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। এজন্য প্রয়োজন সুপরিকল্পিত ঋণ বিতরণ, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সদস্যদের নিয়মিত পরামর্শদান।
এসময় তারা আরো উল্লেখ করেন,ঋণ গ্রহীতাদের সঠিক খাত নির্ধারণ, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
প্রশিক্ষণে উপজেলা প্রশাসন,স্থানীয় জন প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা উপস্থিত থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কার্যকর করার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রশিক্ষণে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আহাদ,
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলাম,
উজানীগাঁও জামে মসজিদের ইমাম,সিনিয়র সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ,
সোহেল তালুকদার,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান।
এসময় আরো উপস্থিত ছিলেন উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা চৌধুরী,কাড়ারাই গ্রাম প্রকল্পের সভাপতি হাবিবুর রহমান,নোয়াগাঁও গ্রাম প্রকল্পের সভাপতি রেবা রানী,পাগলা বাজার গ্রাম প্রকল্পের সভাপতি মকবুল হোসেন, ইনামনগর গ্রাম প্রকল্পের সভাপতি নিখিল দে, ফতেপুর গ্রাম প্রকল্পের সভাপতি স্বপ্না রাণী দাস, ছয়হারা গ্রাম প্রকল্পের সভাপতি আব্দুল সোবহান,জামলাবাজ গ্রাম প্রকল্পের সভাপতি জুয়েল মিয়া,সমাজকর্মী শাহ আলম চিশতী, হিল্লোল পুরকায়স্হ ও রায়হান সাদিক সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০