
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাধীন সকল কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান ও শান্তিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ অলী উল্লাহ এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন,
শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর আমির হাফেজ আবু খালেদ,বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।
পরিচিতি সভায় নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন,শান্তিগঞ্জ উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মিজানুর রহমান, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য ফরহাদ আহমদ ফয়সল সহ উপজেলা পর্যায়ে কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০