স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে
সেলাই মেশিন, বর্জ্য ব্যবস্থাপনা বিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের স্বাবলম্বী করতে
সেলাই মেশিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য ব্যবস্থাপনা কাজের জন্য বিন ও পরিবার পরিকল্পনা দপ্তরের জন্য স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সেলাই মেশিন বিতরণে “নারীদের আত্মকর্মসংস্থানে এসব সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘরে বসেই তারা আয় করতে পারবে এবং পরিবারকে সহায়তা করতে পারবে।”
এসময় আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম,
ইউএনও অফিসের নাজির মোঃ আবু বকর সিদ্দিক, পরিবার পরিকল্পনা কার্যালয়ের পুলক চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার সহ উপকারভোগীবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০