স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ,পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মৃদুল কান্তি তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ,শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুস সোবহান খালেদ, ক্রীড়ামোদী আতাউর রহমান,কিবরিয়া,
সাঈদ আহমদ,রুয়েল আহমদ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খেলোয়ারবৃন্দ সহ প্রমুখ।
সভায় আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্ট এর জন্য পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ এবং পাথারিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে নির্ধারণ করা হয়। উদ্বোধনী ম্যাচ পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে দরগাপাশা ইউনিয়ন ও শিমুলবাক ইউনিয়ন টিমের মধ্যে অনুষ্ঠিত হবে।