স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার পাগলা বড় মসজিদ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ-
সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭বছর বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি সহযোগীতা করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা আউয়াল উদ্দিন, আব্দুল লতিফ, হাজী কমর উদ্দিন, সাফিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন, উপজেলা যুবদল নেতা মাসুম আহমদ, শহিদুল ইসলাম, আলতা মিয়া, জহিরুল ইসলাম, সুহেল মিয়া, সিজিল আহমদ রনি, শাহআলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, ছাত্রদল নেতা ইমরান হোসেন, আবু তাহের ইমন, নাসির আলী সহ শান্তিগঞ্জ উপজেলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।