সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মদ, ইয়াবাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
১০ আগস্ট (রবিবার ) আনুমানিক ভোর ৪ টার দিকে সেনাবাহিনীর একটি চৌকস টিম লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হতে এসব অস্ত্র,গুলি, ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করে। এসময় নিজাম নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটক নিজাম সিকদার (৪০), লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট , হরিদারঘোনা এলাকার আক্তার কামাল সিকদারের পুত্র।
সামরিক সুত্রে জানা যায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপকের নেতৃত্বে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় তৈরি এলজি,১কি ৯ এম এম পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি দেশীয় রামদা, ১৯ পিস ইয়াবা ও আনুমানিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। এসময় নিজাম সিকদারকে আটক করে।
এবিষয়ে জানতে চাইলে, লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, আটক নিজাম সিকদার, বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত গ্রুপ তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্য। তিনি সন্ত্রাসী গ্রুপটিকে নিয়মিত আর্থিক এবং অস্ত্র ও গোলাবারুদ দিয়ে নিয়মিত সহযোগিতা করতেন। দীর্ঘদিন সামরিক গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন তিনি। রবিবার ভোরে সেনাবাহিনীর একটি চৌকস টিম ৩টি দেশীয় তৈরি এলজি,১টি ৯ এম এম পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি দেশীয় রামদা, ১৯ পিস ইয়াবা ও আনুমানিক ৫ লিটার দেশীয় চোলাই মদসহ নিজাম সিকদারকে আটক করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনেশন, ইয়াবা, মাদক এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাসুক জানান, অস্ত্র, এ্যামুনেশন, ইয়াবা, মাদক এবং অন্যান্য সরঞ্জাম সহ জনৈক নিজাম সিকদারকে থানায় হস্তান্তর করেছেন। নিজামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০