
সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের ছোবলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
১ আগষ্ট(শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া এলাকায় এই দূঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পেয়ার মিয়া।
নিহত মোঃ তাওসিফ (১৬) পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ সরাইয়া রামবিলা এলাকার মোঃ ইব্রাহিমের পুত্র ।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তাওসিফ বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন, আজ সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির উঠানে বিষধর সাপে ছোবল মারে। তৎখানীক পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ৮ টায় সে মারা যায় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাজ্জাদ আমিন জানান, উপজেলার পুটিবিলা সরাইয়া এলাকার এক কিশোরকে বিষধর সাপ কাটে। পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল জানান, সাপে কাটা রোগীদের উন্নত চিকিৎসা সেবা মিলছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি আরো বলেন, এখন সাপের প্রজনন মৌসুম, এলাকায় বিষধর সাপের ছড়াছড়ি। আগের দিনের লোকজন সাপে কাটলে বৈদ্য- ওঝাঁর কাছে ঝাড়ফুঁক বা চিকিৎসা নিতো। এসব অজ্ঞতার কারণে অনেক মানুষের জীবন প্রদীপ নিভে যেতো। সাপে কাটলে বৈদ্য-ওঝার কাছে নয়, যথাসময়ে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এন্টি ভেনম প্রয়োগ করলে প্রাণরক্ষা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০