সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৯ চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩১ জুলাই(বৃহস্পতিবার), উপজেলার সদর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় পৃথক অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
উপজেলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১টা হতে পৌনে দুটা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়ন আমিরাবাদ বাজারের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়য় ২মামলায় দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। একই দিন উপজেলার লোহাগাড়া সদর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭ মামলায় অভিযুক্ত ৭জনকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯মামলায় নয় ব্যক্তিকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।