মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) সাব রেজিস্টার অফিসের সিনিয়র দলিল লিখক মরহুম আদিল খাঁন এর মরনোত্তর সম্মানী ভাতা এর চেক প্রদান ও দক্ষিণ সুনামগঞ্জ দলিল লেখক সমিতির সনাতন ধর্মালম্বী সদস্য বৃন্দের দূর্গোৎসব বোনাস প্রদান করা হয়েছে।
রবিবার (২১সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) দলিল লিখক সমিতির আয়োজনে
দলিল লেখক সেডে চেক প্রদানকালে সমিতির আহবায়ক হাজী কটু মিয়া এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় দলিল লিখকগণ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে মরহুম আদিল খাঁন এর পক্ষে তাহার উত্তরাধিকারী স্ত্রী’র নিকট মরনোত্তর সম্মানী ভাতা এর চেকটি প্রদান করা হয় ও দলিল লিখক সমিতির সনাতন ধর্মালম্বী সদস্য বৃন্দের দূর্গোৎসব বোনাস প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) দলিল লিখক সমিতির দলিল লিখক মোঃ নজরুল ইসলাম, আনর আলী,ছালাতুল ইসলাম, রিপন তালুকদার,আলতাব আলী, পরেশ চন্দ্র দাশ,লাভলু মিয়া ও জাকারিয়া সহ প্রমুখ।