মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
“অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০