ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালত “আইসিসি” প্রতিনিধি দল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

সালাহউদ্দীন,উখিয়া উপজেলা প্রতিনিধিঃ-

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিনিধি দল।

কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান।

বৃহস্পতিবার ৬ জুলাই সকাল ৯:৪০ ঘটিকায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ডাব্লিউ ও ক্যাম্প-১২ এলাকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর সত সদস্যের একটি প্রতিনিধি দল।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর প্রসিকিউটর- করিম এ.এ খান কে.সি এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, মিঃ মাইকেল স্পোর,, আজিজ বউতারবউচা, সারা হিশাম, চ্যান্টাল ড্যানিস, জোনাথন আগর, ইয়ে হতুন, এসা ফাল, মিঃ রাফেল অ্যাডোর, রাফি কুয়েল্লা মিয়া প্রমুখ।

সকাল ১১ টার দিকে উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১ ডাব্লিউ এর জি/২ ব্লকস্থ রোহিঙ্গা আরাফাতের শেডে মায়ানমার সরকার কর্তৃক নির্যাতিত ১৫/২০ জন ভিকটিম রোহিঙ্গার সাথে ক্লোজ ডোর মিটিং করেন। সেখানে রোহিঙ্গাদের উপর চালানো বিভিন্ন নির্যাতন ও গণহত্যার বিবরণ তুলে ধরেন।

পরে ক্যাম্প-১২ এর সিআইসি অফিসের কনফারেন্স রুমে এনজিও সংস্থা সংরক্ষণ এর ভলান্টিয়ারদের ২০ জন সাথে ক্লোজ ডোর মিটিং করেন। রোহিঙ্গা ভলান্টিয়াররা আইসিসি প্রতিনিধি দলের নিকট মায়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো বিভিন্ন নির্যাতন ও গণহত্যার বিবরণ তুলে ধরেন।

এছাড়াও এনজিও সংস্থা সাভে কর্তৃক সংগৃহীত মায়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো বিভিন্ন নির্যাতন ও গণহত্যার তথ্য- উপাত্ত প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। উল্লেখ্য যে, এনজিও সংস্থা সাভে মানবাধিকার নিয়ে কাজ করে বলে জানা যায়।

দুপুরে ক্যাম্প-১৮ ও ক্যাম্প-১০ এর মধ্যবর্তী মেইন রোডে পায়ে হেঁটে ক্যাম্প ভিউ পর্যবেক্ষণ করেন। পরে এনজিও সংস্থা ইপসা’র কুতুপালংস্থ অফিসের আঙ্গিনায় প্যান্ডেল টাঙিয়ে ইপসা’র কর্মকর্তা ও ১০/১২ জন বাঙ্গালি ও রোহিঙ্গা ভলান্টিয়ারের সাথে ক্লোজ ডোর মিটিং করেন।

এসময় আইসিসি প্রতিনিধি দল এনজিও সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে হোস্ট কমিউনিটি/স্থানীয়রা রোহিঙ্গা ইস্যুটি কিভাবে দেখছে এবং রোহিঙ্গাদের বিষয়ে হোস্ট কমিউনিটির মনোভাব কি তা জানতে চেয়েছেন বলে জানা যায়। এছাড়াও প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন নিয়ে এনজিও কর্মীদের সাথে আলোচনা করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে।

পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশ ও ১৪ এপিবিএন পুলিশের মোবাইল টিম এবং টহল দল কটোর নিরাপত্তা নিয়েজিত ছিল।

483 Views

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেল পাঙাল সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫