আসমত হোসেন, বান্দরবন ;:
দীর্ঘ ৯ মাস পর বান্দরবানের রুমা থামছি উপজেলা থেকে পর্যটন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসক।
তবে এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রংছড়ি উপজেলা।
এর আগে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ১৪ই জুলাই বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভীন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় দেশি বিদেশি পর্যটকরা রুমা উপজেলায় বগালেগ কেওক্রাডং এবং থামছি উপজেলার নাপাকুম জলপ্রপাত সাংগু নদী পথে রাজাপাথর তমা তুর্কি সহ জনপ্রিয় সকল পর্যটন স্পট ও দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে আর কোন বাঁধা রইল না।
উল্লেখ্য,বান্দরবানে অন্যান্য বছরের ন্যায় স্বাভাবিকভাবে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে বেড়াচ্ছিল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে হঠাৎ পাহাড়ে স্থানীয় বিছিন্নবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট( কেএনএফ) এবং জামাতুল আানসার ফিল হিন্দল শারকিয়া নামে এক নব গঠিত জঙ্গি গোষ্ঠির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলায় রোয়াংছড়ি, রুমা, থানছি ও আলিকদম উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নামে র্যাব ও সেনা বাহিনী।
যার কারনে গেল বছরে অক্টোবর মাসে পযর্টকদের নিরাপত্তা বিবেচনায় পর্যায়ক্রমে রোয়াংছড়ি, রুমা, থানছিও আলিকদম উপজেলায় পযর্টক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারী করে জেলা প্রশাসক।