ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রুপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে আহত অভিযুক্তের বসতবাড়িতে আগুন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ

Link Copied!

ফাহিম বাদশা, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

নারায়ণগঞ্জের রুপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে যখম করাকে কেন্দ্র করে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁড়াগাও এলাকার ব্যবসায়ী রাসেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ জাহাজ টাকা চাঁদাদাবি করে আসছিলেন একই এলাকর লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মিয়া এবং তার সহযোগীরা। পরে চাঁদাদাবির বিষয়টি লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আবু হানিফ জানতে পারে মাদক ব্যবসায়ী শাহিন মিয়াকে জিজ্ঞাসা করতে গেলে যুবদল নেতা আবু হানিফকে এলোপাথালি ভাবে কুপিয়ে যখম করে। পরে এরই যের ধরে আবু হানিফ মিয়ার আত্মীয়-স্বজন ক্ষিপ্ত হয়ে শাহিন মিয়ার বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে শাহিন মিয়ার বাড়িতে আগুন দিলে দুইটি ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী টহল টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, শাহীন ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসাসহ চাঁদা দাবি করে আসছিলো পরে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আবু হানিফ বিষয়টি জানতে পেরে তাদেরকে বাধা দিলে শাহীন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আবু হানিফকে কুপিয়ে যখম করে, তারই যের ধরে আবু হানিফের পরিবার শাহীন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

162 Views

আরও পড়ুন

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ