সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। (১৪ ফেব্রয়ারি) ভালোবাসা দিবসে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্তও। অর্থাৎ ভাষার মাস পহেলা ফাল্গুন আর ভ্যালেনটাইন্স ডে একই দিনে। দিনটি উদযাপনে সারা দেশে তাইতো নানা আয়োজন। সেই অংশ হিসাবে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাষার মাসে এই দুটি দিবসে ভিন্ন এক আয়োজন করেছে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
দিনটিতে গনপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষে এই ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলার আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রম এই মেলায় ইউনিয়নের বাসিন্দারা এসে তথ্য দিয়ে সহযোগিতা করেই মাত্র ২দিনেই হাতে হাতে পেয়ে যাচ্ছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন।
মেলায় রয়েছে ৩টি বুথ। বুথে এসে তথ্য দিয়ে একজন নাগরিক খুব সহজেই পাচ্ছেন জন্ম ও মৃত্যু সনদ। আর ১-৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধন সম্পন্ন করলেই দেওয়া হচ্ছে পুরস্কার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আর সচিবের কাজের গতিতে গ্রাম পুলিশ আর ইউপি সদস্য মাত্র ২দিনেই জন্ম ও মৃত্যু নিবন্ধন পৌছে দিচ্ছেন বাড়ি বাড়ি।
ব্যতিক্রম ই ৪৫দিনে নিবন্ধিত শিশুকে জন্ম সনদ প্রদান ও পিতা মাতাকে পুরস্কার প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে ও সচিব রোজিন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার উপ পরিচালাক(উপ সচিব)স্থানীয় সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সহকারী রেজিস্ট্রার জেনারেল (আইন ও গবেষণা) রেজিস্ট্রার জেনারেল কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার সামিউল ইসলাম রাহাদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, রায়গঞ্জ উপজেলা ভূমি সহকারী তানজীল পারভেজ সহ স্থানীয় প্রিন্ট,অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা। উল্লেখঃ ০-৪৫ দিনের শিশুদের পিতা ও মাতাকে জন্ম সনদ ও ০-৪৫ দিনের মৃত্যু সনদসহ পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০