ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাজশাহীর মাছ-মাংসের বাজারে অস্থির অবস্থা

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ এপ্রিল ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক রাজশাহী।

রোজার পর থেকে রাজশাহীর কাঁচা বাজারে প্রায় সব পণ্যের দামই বাড়তি। তবে মাছ-মাংসের দাম ছিল নিয়ন্ত্রণে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সেই মাছ মাংসের দাম বেড়েছে। অন্য পণ্যের পাশাপাশি মাছ মাংসের দাম বাড়ায় হতাশ ক্রেতারা।

শনিবার (৮ এপ্রিল) নগরীর সাহেব বাজার ঘুরে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামই স্থিতি শীল থাকলেও দাম বেড়েছে মাছ ও গরুর মাংসের। সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে এ সপ্তাহে। এক সপ্তাহের ব্যবধানে মাছ ও গরুর মাংসের দাম দাম লাগাম ছাড়া।

গরুর মাংস কিনতে আসা শারমিন জানান, ঈদকে সামনে রেখে বিক্রেতারা ইচ্ছা করে গরুর মাংসের দাম বাড়িয়েছেন। এভাবে চলতে থাকলে আমাদের মতো গরীব মানুষ যারা মাসে একবার গরুর মাংস খায় তারা হয়তো ঈদেরও মাংস কিনে খেতে পারবেন না।
গরুর মাংস বিক্রেতা আইনাল জানান, হাটে গরুর দাম হঠাৎ বেড়ে গেছে। আগে যে গরু ৬০ হাজার টাকায় কিনেছি সে গরু গতকালকে ৭ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। গরুর মাংসের দাম বাড়ার পেছনে আমাদের কোন হাত নেই। আমরা বেশি দিয়ে কিনেছি তাই মাংসের দাম বাড়িয়েছি। মাংসের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও।

গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কার্প জাতীয় মাছ। নদী ও বিলের মাছ বিক্রি হচ্ছে কেজিতে ১০০-১৫০ টাকা বেশিতে। এ সপ্তাহে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা, গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে বাশপাতা মাছ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা বেড়ে ৮০০ টাকায়।

এছাড়া সপ্তাহের শেষ দিন শুক্রবারে অন্যন্য পণ্যের দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের দামে আজ বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, করলা ৮০, শসা ৬০-৮০, পিয়াজ ৩২, কাচামরিচ ৮০টাকায়।গত সপ্তাহের মতো স্থিতিশীল থেকে খাশির মাংস বিক্রি হচ্ছে ১০০০টাকা কেজিতে। এছাড়াও সপ্তাহের শেষ দিনে মুদিপণ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে।

336 Views

আরও পড়ুন

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫

বোয়ালখালীতে বিশেষ অভিযানের অস্ত্রসজ্জিত আটক ৪ জন

গাইবান্ধায় দুর্বৃত্তের চুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

কমলগঞ্জে ভানুগাছ বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ

রাঙ্গুনিয়ায় গনমানুষের হৃদয়ে নতুন আস্থা জামায়াতে ইসলামী

বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা

চট্টগ্রামে অরক্ষিত খাল-নালায় আর কত অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ আসবে!