|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান (বেতবুনিয়া)
চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকসা ও পিকআপ’র মুখোমুখী সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক ও ২ জন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, তোরাব, নুর নাহার ও মাহমুদুর রহমান। অপর ৩ জনের নাম পরিচয় জানা যায়নি। শনিবার (২৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার সময় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ,হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিএনজি অটোরিকশাযোগে ৫ জন যাত্রী চট্টগ্রাম যাওয়ার পথে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগানস্থ চেয়ারম্যান পাড়া এলাকায় পিক-আপ নং-চট্টমেট্টো ন-১১-৬৪৯২ ‘র সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা’র মুখোমুখী সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এতো বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা যাত্রীরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরী পাড়ার তোরাব, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইয়ারটেক’র নুর নাহার ও চট্টগ্রাম জেলার হাটহাজারীর ছাত্তারঘাট’র মাহমুদুর রহমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর হতাহত ৩ জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম নেয়ার পথে চট্টগ্রামের গহিরাস্থ জেকে ম্যামোরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।
স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশা যোগে
৫ জন যাত্রী চট্টগ্রাম যাওয়ার পথে বেতবুনিয়া রাবার বাগানস্থ চেয়ারম্যান পাড়া এলাকায় পিক-আপ ও
সিএনজিচালিত অটোরিকশা’র সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। অপর ৩ জনের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় এবং আহত ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় জেকে ম্যামোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জন।
দূর্ঘটনা বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো ফিরে আসেনি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর ২ জন মারা গেছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
——