|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের ওপর ঝুলন্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিখোঁজ বোট চালক আব্দুল করিম (১৮)'র লাশ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনার একদিন পর সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি থেকে ফায়ারসার্ভিস'র ডুবুরী দল কাপ্তাই হ্রদের দূর্ঘটনাস্থলে পৌঁছে। তারা দীর্ঘ সময় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে খোঁজে নিহতের মরদেহ উদ্ধারে সক্ষম হয়। বৈদ্যুতিক সঞ্চালন তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করা আব্দুল করিমের ৪নং বগাচতর ইউপি'র ৮নং ওয়ার্ড মারিশ্যার অফিসটিলা এলাকার নুর মোহাম্মদ'র ছেলে। তিনি রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনাতে রওনা হয়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটী পাড়াস্থ কাপ্তাই লেকের ওপর লম্বালম্বি টানা ঝুলে থাকা বৈদ্যুতিক সঞ্চালন তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হ্রদের পানিতে পড়ে যায়। সেই থেকে স্থানীয়রা রাতভরও থাকে পায়নি। অবশেষে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী টীম দূর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয়রা বিদ্যুৎ বিভাগ'র ভয়ংকর ও বিপদজনক পরিবেশে বৈদ্যুতিক সঞ্চালন লাইনটি নিরাপদ উচ্চতায় স্থাপনের দাবী জানিয়েছে। অন্যতায় তারা আন্দোলনের ডাক দেবে বলে জানায়। #
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০