|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটিতে প্রথম বারের মতো "কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয়। নিয়মিত কাটলে সাঁতার, স্বাস্থ্য ভালো রয়।" শিরোনাম শনিবার (১৬ নভেম্বর) ৮ টায় বেঙ্গলস ডলফিনস'র অংশ গ্রহণে সাড়ে ১৩ কিলোমিটারের 'সুবলং চ্যানেল সুইমিং-২৪' অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় বেঙ্গলস ডলফিনস'র অংশ গ্রহণে অনুষ্ঠিত 'সুবলং চ্যানেল সুইমিং-২৪''এ প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগি অংশ গ্রহন করেছে। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা শনিবার ( ১৬ নভেম্বর) সকাল ৮ টায় সুভলং বাজার হতে শহীদ মিনার ঘাট পর্যন্ত সর্বমোট সাড়ে ১৩ কিলোমিটার নদী পথ সাঁতরে লক্ষ্যে পৌঁছাবে। এরপর দুপুর ২ টায় 'সুবলং চ্যানেল সুইমিং-২৪'র অংশ গ্রহণকারীরা শহরের শহীদ মিনার ঘাটে পৌঁছালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য কাপ্তাই হ্রদের পানির প্রতি স্থানীয় লোকজন ও পর্যটকদের ভীতি দূরীকরণের লক্ষ্য রাঙামাটি জেলা প্রশাসন এমন উদ্যোগ গ্রহণ করেছে। এ জেলায় সাঁতার প্রতিযোগিতার ইতিহাসে ভিন্ন আঙ্গিকে 'সুবলং চ্যানেল সুইমিং-২৪'র এ সাঁতার প্রতিযোগিতা এবারই প্রথম। ভীতি দূর করার জন্য আর কেউ উদ্যোগ নেয়নি। কাপ্তাই হ্রদে ঝুঁকিও অনেক। সেই হিসেবে রাঙামাটিতে সরকারী- বেসরকারী বা ব্যক্তি উদ্যোগে কোন সুইমিং পুল গড়ে ওঠেনি। #
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০