ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রমনার বটমূলে “দি ইনভিন্সিবল ৯/১১”

প্রতিবেদক
নিউজ এডিটর
২ নভেম্বর ২০১৯, ১:১৩ অপরাহ্ণ

Link Copied!

মো. জাহানুর ইসলাম :

রাজধানী ঢাকায় অবস্থিত শাহবাগ মোড়ের অদুরে রমনাপার্কে ০১ নভেম্বর ২০১৯ তারিখে “দি ইনভিন্সিবল ৯/১১” এর সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে উচ্ছ্বসিত হয়েছিলো বন্ধুত্বের এক মিলনমেলা। এটাকে আসলে বন্ধুত্বের জয়গানের আসর বলাই শ্রেয়। বন্ধুত্বের জয়গান বলা শ্রেয় একারণে যে আজকের আসরে কী না ছিল!গল্প আড্ডা থেকে শুরু করে বিপদে পড়া বন্ধুর পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। ছিল কেক কাটা উৎসবও। বলতে গেলে কোন কিছুর কমতি ছিল না।

“দি ইনভিন্সিবল ৯/১১” এর অন্যতম সদস্য ইমরানের আহ্বানে সাড়া দিয়ে আজকের আসরে উপস্থিত হয়েছিলেন সাজ্জাদ, ওমর ফারুক, মোত্তালেব, আশিক, মৃত্তিকা, জসিম,আফছার, সাইফুল, তন্নি, রবিউলসহ অনেকেই। প্রথমে নিজেদের মধ্যকার কথাবার্তা দিয়ে শুরু হয়ে শেষ হয় আলো আঁধারের সন্ধ্যার গোধূলিলগ্নে কেক কাটার মধ্য দিয়ে। মধ্যবর্তী সময়টায় একে অপরের সাথে গল্প, আড্ডায় মেতে ছিল সবাই। আসরের আড্ডায় উঠে আসে প্রত্যেকের বর্তমান অবস্থা। কে কে চাকরি পেয়েছে, আর কে পায়নি, কিংবা ভবিষ্যতে কার কী পরিকল্পনা আছে সবটাই উম্মোচিত হয় সবার সামনে। বাদ ছিল না ব্যক্তিগত, সামষ্টিক ও গ্রুপ ছবি তোলাও। বন্ধুত্বের মো’জেজাটা আসলে এখানেই। বন্ধুত্ব আসলে এমনই, বন্ধুদের মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ যে কতটা দৃঢ় স্বচক্ষে না দেখলে তা উপলব্ধি করা কঠিন। বন্ধুত্বের দৃঢ়তা ইস্পাতের চেয়ে বেশি কঠিন বলেই মনে হয়। সম্পর্ক এতো গভীর হলে একজন অপরের জনের ডাকে সাড়া দিবে এটাই তো স্বাভাবিক। অনুষ্ঠানে হয়েছিলও তাই। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমরান বলেন,ভালোবাসায় পরিপূর্ণ ছিলো পুরো আয়োজন। সুসম্পর্কের একটি বেলা প্রমাণ করেছে বেঁচে থাকাটা সত্যি আনন্দের। বেঁচে থাকুক এমন ভালোবাসা আজীবন। অবিরাম চলার পথের অনুপ্রেরণা হোক বন্ধুত্ব। জয় হোক বন্ধুত্বের। আসরের শেষ দিকে “দি ইনভিন্সিবল ৯/১১” গ্রুপের সদস্য অসুস্থ রাফার প্রসঙ্গ উঠে আসে। উপস্থিত অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দেন। অনেকে আবার পরবর্তীতে সাহায্য করবে বলেও আশ্বস্ত করেন। আনুমানিক সন্ধ্যা ৬ : ৩০ টায় আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে আসরের।

211 Views

আরও পড়ুন

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া