ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুর জেলা আওয়ামী লীগ নেতা সোহেল মারা গেছেন

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০১৯, ৩:০২ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল মারা গেছেন ।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই রংপুর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সামসুর রহমান কোয়েল।

তৃণমূলের কর্মী হয়ে রাজনীতিতে আসা শাহিনুর রহমান সোহেল মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ এক কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন। তার সহধর্মিণী পারভীন আক্তার রংপুর জেলা পরিষদের সদস্য। তিনিও আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।

অাজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলির জন্য সেখানে তার মরদেহ রাখা হবে।

যোহরের নামাজ বাদ নগরীর গুপ্তপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শাহিনুর রহমান সোহেল ছাত্রলীগের ক্রান্তিকালে রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

এদিকে, সর্বজন প্রিয় এই নেতার মৃত্যুতে রংপুর আওয়ামী লীগসহ সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরপরই রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যায়। সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও তাকে শেষবারের মতো দেখতে যান।

61 Views

আরও পড়ুন

হিলিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

গ্রীনভয়েস জবি শাখার নতুন কমিটি গঠন

নওগাঁয় ২ ভুয়া পুলিশ আটক

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাঈম হাসানের কবিতা “বিচ্ছেদ বিভ্রাট”

দোয়ারাবাজারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, ক্ষমতাসীনদের পকেটভারী হয়েছে- জাহাঙ্গীর আলম

ইবি রিপোর্টার্স ইউনিটির মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন

কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্চনার ঘটনা ভিত্তিহীন; দাবী ছাত্রলীগের

রাজশাহীতে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

রাবিতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুরে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সান্তাহারে নারীসহ তিন মা দ ক বিক্রেতা গ্রেফতার