
রংপুর ব্যুরো;
রংপুর মহানগরীতে বাবা-ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর মহানগরীর মডার্ন মোড় আশরতপুর এলাকার ময়নুল ইসলাম (৫৫) ও তার ছেলে মমিনুল ইসলাম মমিন (২৮)। শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান, বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরো অভিযান চালানো হচ্ছে। মাদক কারবারের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডার্ন মোড় ব্রিজের দক্ষিণ দিকে অবস্থান নেয় র্যাব-১৩-এর অভিযানিক একটি দল। সেখানে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে আগে থেকেই অবস্থান করছিলেন ময়নুল ইসলাম ও তার ছেলে মমিনুল ইসলাম। এ সময় তাদের তল্লাশি করলে ৫শ ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে নগরীর তাজহাট থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের বিরুদ্ধেও গোপন অনুসন্ধান চলছে বলে জানিয়েছে র্যাব।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০