রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে শনিবার বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিক আলমগীর আহম্মেদ (২৮) মারা গেছে। সে পাঠপয়লা ঠেঙ্গেপাড়া গ্রামের সদাগর আলীর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকেল পাছপয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হবার কথা।সকালে সম্মেলন সফল করতে ওই ডেকোরেটর শ্রমিক কাজ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। দ্রুত তাকে মেলান্দহ হাসপাতালে নেয়া হলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক মৃত ঘোষণা করেন। মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত এবং দু:খ প্রকাশ করে বলেন- আপাতত: ওই দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০