রোকনুজ্জামান সবুজ, জামালপুর ঃ
জামালপুরের মেলান্দহে বুধবার বিশ^ অহিংস দিবস পালিত হয়। ঝাউগড়ার কাপাশিয়ার মুক্তিসংগ্রাম জাদুঘর এর আয়োজন করে। এ উপলক্ষে জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের দেড়শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দুতাবাসের বানিজ্য বিভাগের সচিব ড়. প্রেমেশ ভুশাল। তথ্য ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় সচিব মিসেস দ্বিপ্তী এলাঙ্গহাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহামুদ, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সহ-সভাপতি রাজিয়া সামাদ, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান প্রদীপ, শিক্ষক নেতা আমির উদ্দিন, অধ্যাপক স্বরূপ কাহালী, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, শিক্ষক আলতাফুর রহমান মাস্টার, জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ইউপি চেয়ারম্যান হিল্লোল সরকারসহ বিভিন্ন পেশাজিবীর ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।