মুন ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা) আসন থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর ছেলে শাহ আতাউল্লাহ হাফেজ্জী।
শাহ আতাউল্লাহ হাফেজ্জী বর্তমানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির। রাজনৈতিক কার্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে নি:স্বার্থভাবে জনসাধারণের জন্য কাজ করছেন। তিনি আগে ঢাকা-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার মুন্সিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনের প্রার্থী শাহ আতাউল্লাহ হাফেজ্জীর পিতা মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ছিলেন একজন সুফিবাদী রাজনীতিবিদ, ইসলামিক আলোয় আলোকিত করার ইসলামিক ওস্তাদ। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্বপক্ষে অংশগ্রহণ করেছিলেন। তিনি দুই দুইবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এরশাদ বিরোধী আন্দোলনে তিনি গঠন করেছিলেন সম্মিলিত সংগ্রাম পরিষদ। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে শাহ আতাউল্লাহ হাফেজ্জীও একজন শান্তিপ্রিয় সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, " আমার বাবা মাহমুদুল্লাহ হাফিজি হুজুর সমগ্র বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। বাবার জনপ্রিয়তার রেস ধরে জনমনে আমার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। তরুণ ও যুবকরাই রাষ্ট্রের মূল শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে ভোটের লড়াইয়ে জয়ী হয়ে মুন্সিগঞ্জ-১ আসন তথা দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।"
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০