ফরহাদ আমিন:
মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকা থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে দুটি গুলি এসে পড়লো।এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১৮সেপ্টেম্বর)দুপুর দেড়টার দিকে টেকনাফ স্থলবন্দরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থপনা পরিচালক জসিম উদ্দীন চৌধুরী।
সূত্রে জানা যায়,বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তের নাফনদীর ওপারে লাল দ্বীপে দুই-তিন সপ্তাহে জুড়ে মিয়ানমারের দুই সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন(আরএসও) ও আরাকান আর্মি (এএ) মধ্যেই ব্যাপক সংঘর্ষ চলছে এ ঘটনায় সীমান্তে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।তবে মিয়ানমার সীমান্তের ওই দ্বীপেআরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ( আরসা) নামে আরও একটি সশস্ত্র সংগঠন সেখানে অবস্থা করছে বলে জানা গেছে।অপরদিকে রাখাইনের মংডুর শহরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গ্রুপের মধ্যেই সংঘাত চলমান রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থপনা পরিচালক জসিম উদ্দীন চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে দুই রাউন্ড গুলি এসে পড়ে কার্যালয়ের জানালার গ্লাস ও একটি ট্রাকের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এতে কোন হতাহত হয়নি। এ বিষয়ে ঊধ্বর্তন কতৃপক্ষকে অবিহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন,বুধবার দুপুরের দিকে নাফনদীর মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকায় থেকে দুটি গুলি এসে পড়লো টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ের জানালার গ্লাসে ও ট্রাকে সামনের গ্লাসে গুলি লাগে। এতে জানালার গ্লাস ও ট্রাকের সামনের গ্লাস কিছুটা ভেঙে যায়।এ ঘটনায় বন্দরের কর্মরত কোন ব্যক্তির শরীরে গুলি লাগেনি।তবে কারা গুলি বর্ষণ করেছে সেটা স্পষ্ট নয় বলে তিনি জানান।
উল্লেখ্য,এর আগে মিয়ানমার সীমান্ত থেকে একাধিকবার নাফনদীতে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছিল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০