—–
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও ইন্দনদাতা আসামীরা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিত ভাবে অপপ্রচার, বাদীপক্ষকে হুমকি ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে টঙ্গীর চেরাগআলী মার্কেটে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মামুনের পিতা আসান উল্লাহ।
এ মামলার আইনজীবী জি এস স্বপন লিখিত বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিবাদীদের হামলায় অন্ধত্ববরণকারী দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুনের বাবার করা মামলায় একটি কিশোরের নাম থাকায় মামলাটি অন্যদিকে নেওয়া চেষ্টা করছেন আসামিরা এবং মামলার বাদি আহত ছাত্রের বাবা আসান উল্লাহ সঠিক বিচার দাবি করেন।
মির্জা নাদিম/এনভি/গাজীপুর