ইমরান উদ্দীন :
চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) ঘোনার পাড়ায়, মাদক নির্মুল নামক একটি সামাজিক সংগঠন করেন এলাকাবাসী। পরে দিন দিন সফলতা অর্জন করেছেন এই সংগঠনের সদস্যরা।
মাদক মুক্ত এলাকা প্রতিষ্ঠার লক্ষ্যে জোয়ারিয়ানালা, ঘোনারপাড়া এলাকাবাসী এবং জোয়ারিয়ানালা ৫ নং ওয়ার্ড এর এইউপি সদস্য, মিজান উল্লাহ সিকদারের সহযোগিতায় গত ৩ মে ২০২৫ ইং একটি মাদক নির্মূল কমিটি গঠন করেন।
উক্ত কমিটির তৎপরতায় পরের দিন অভিযান চালিয়ে ২জনকে আটক করে রামু থানাকে সোপার্দ করা হয়। পরের দিন পূণরায় অভিযান চালনা করে আরও কয়েক জনকে আটক তাদের গার্ডিয়ানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কমিটির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী কামাল হোসেন (২৮) পিতা: আব্দুল করিম, মাদক সেবন ও বিক্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার সিদ্ধান্তের কথা মাদক নির্মূল কমিটিকে জানানো হলে কমিটি তাকে স্বাগত জানায় এবং ১৮ মে ২০২৫ ইং রোজ রবিবার এশারের নামজের পর ঘোনার পাড়া বায়তুল আমান জামে মসজিদে এসে মাদক ব্যবসায়ী কামাল হোসেন এলাকা বাসীর কাছে তার ভুল শিকার করে এবং তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এলাকাবাসী তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়। মাদক ব্যবসায়ী কামাল হোসের জানান, সে ও তার বউ মিলে দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসতেছিল, পাশাপাশি মাদক সেবন করত, সে আরও জানায় মাদক নির্মূল কমিটির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে মাদক ব্যবসায় ও সেবন চির দিনের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
স্থানীয় ইউপি সদস্য মিজান উল্লাহ সিকদার বলেন, এলাকায় এখনও যারা মাদক সেবন ও বিক্রি অব্যাহত রাখছে তাদের এখনও সময় আছে কামালের মত মাদক সেবন ও বিক্রয় বন্ধ করে দিয়ে সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠনের সহযোগিতা ভাগিদার হতে, এর পরও যারা এসব কাজে জড়িত থাকবে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে।
পাশাপাশি কামাল হোসেনকে কর্মস্থানের ব্যবস্থা করে দিবে বলে আশ্বস্ত করেন। মাদক নির্মুল কমিটির সম্মুখ সদস্য কায়ছার আহমেদ জনি বলেন, শীগ্রই আমরা যুব সমাজকে নিয়ে আমাদের এলাকাকে মাদক মুক্ত করব, এর জন্য যা যা করার প্রয়োজন আমরা যুব সমাজ একতা বদ্ধভাবে তাই করব এবং এলাকাকে মাদক মুক্ত করে ছাড়ব। স্থানীয় অনেকে গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন পাশাপাশি অনেকে কামাল হোসেনকে কর্মসংস্থানের জন্য সহযোগিতার ইচ্ছা ব্যক্ত করেন। আমরা চাই মাদক মুক্ত সমাজ, আমরা চাই সুস্থ সমাজ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০