জাবেদুল আনোয়ার :
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ ও ইউএনডিপি’র সহায়তায় ২৫ অক্টোবর বিকেলে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনাইছড়ি খেলার মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতির ফুটবল ম্যাচ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উখিয়া থানার অফিসার আবুল মনসুর বলেন,জনগণ ও পুলিশ জনগন একে অপরের বন্ধু।জনগণ ও পুলিশ খেলাধুলা করবে একসাথে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই।
কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উখিয়া সার্কেলের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ইউএনডিপির মাসুদ করিম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।