আবুল কালাম আজাদ,রামু থেকে--
কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার জোয়ারিয়া নালায় শুক্রবার জুম্মার নামাজের পর"জোয়ারিয়া নালা স্বেচ্ছাসেবক টিম" কর্তৃক মাদক বিরোধী আলোচনা সভা এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা,বিশেষ অতিথি ছিলেন,জনাব আবুল খায়ের,অফিসার ইনচার্জ (রামু থানা),জনাব এস এম মিজানুর রহমান,ওসি তদন্ত(রামু থানা),কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, চেয়ারম্যান (৬নং জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ), ইউপি সদস্য জসিমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আনছারুল আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা শেষে একটি মাদক বিরোধী রেলী"চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে" স্লোগান দিতে দিতে মাদ্রাসা গেইট হতে বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে আগত প্রচুর আগ্রহী মানুষকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ওসি( তদন্ত)এস এম মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের "স্বেচ্ছাসেবক টিম জোয়ারিয়ানালা" র প্রতিষ্ঠাতা,সংগঠক,আয়োজক রহিম উদ্দিন সোহেল,নুরুল আলম,মকসুদুর রহমান,তৌহিদুল ইসলাম বারেক, তৌহিদুল ইসলাম তৌহিদ,সহ সংশ্লিষ্ট সকলকে এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন। আলোচনা সভায় তিনি মাদকের কুফল সকলের সামনে তুলে ধরে বলেন,মাদক এবং অপহরণকারীদের স্হান রামুতে হবেনা।তিনি বলেন মাদক গ্রহণের কারনে সমাজ ও পরিবারে বিপর্যয় নেমে আসছে। বেড়েছে খুন,ধর্ষণ,ছিনতাইসহ নানা ধরনের অপরাধ।ধনী-দরিদ্র উভয় পরিবারের কিশোর-কিশোরীরা বিশেষ করে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে।তিনি মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এরকম পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বাবা-মাদের অংশগ্রহণে মাদক বিরোধী আলোচনা সভা আয়োজন করার প্রতি গুরুত্বারোপ করেন।তিনি ধর্মীয় এবং যে কোন বিষয়ে অহেতুক গুজব না ছড়ানোর জন্য ও সকলের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, অহেতুক গুজবের কারনে আবরারের মত এক মেধাবী ছাত্র খুন হয়েছে।তাকে হত্যার কারনে আরো অনেক মেধাবী ছাত্রের ফাঁসি হবে।আমরা শুধুমাত্র গুজবের কারনে দেশের সম্পদ এরকম মেধাবি ছাত্রদের আর হারাতে চাইনা।ভোলায় সংঘটিত সহিংসতার ঘটনার মত আর কোথাও যেন এরকম পরিস্হিতির সৃষ্টি না হয়,সে বিষয়ে সকলকে সজাগ থাকতে বলেন।এরকম পরিস্হিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।তিনি বলেন আমাদের নিজেদের দিক থেকে সচেতনতার জায়গায় দাঁড়ানোর সময় এসেছে। তিনি মাদক,দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের"জিরো টলারেন্স নীতি"র কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন মাদক ও অপরাধ নির্মূলে সর্বসাধারণের সহায়তা নিয়ে আমরা পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছি।
ওসি (তদন্ত)জনাব এস এম মিজানুর রহমান জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের এরকম মহৎ উদ্যোগ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।তিনি মানবতার কল্যাণে নিয়োজিত জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের কাছ থেকে মাদকসেবীদেরকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
৬নং জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স এবং অনুষ্ঠানে উপস্হিত সকল নেতৃবৃন্দ তরুণ সমাজ-সেবীদের সংগঠন"জোয়ারিয়া নালা স্বেচ্ছাসেবক টিম" কে উৎসাহিত করেন এবং সার্বক্ষণিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
সোহেল সাঈদের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন "কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি"।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০