মোঃ-আজিজুল হক আজু, মাতারবাড়ী প্রতিনিধি :
বাজারের মাছের উচ্ছিষ্ট, মুরগির পচা নাড়িভুঁড়ি, নষ্ট সবজি, বাসাবাড়ির সব ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এখানে। স্থানটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এমন চিত্রই দেখা গেছে মাতারবাড়ী মগড়েইল ০৮ নং ওয়ার্ড মাছ বাজারে।
স্থানীয়দের অভিযোগ, বাজার কমিটি না থাকায়, ব্যবসায়ীদের গাফিলতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যার কারণে এখন আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়,সৃজনী কিন্ডারগার্টেন স্কুল রাস্তা ও মাছ বাজারস্থ- বাজারের সব বর্জ অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে ওই স্থানে। এ থেকে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। ফলে স্থানীয়দের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। একই সঙ্গে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।
সচেতন ব্যবসায়ীদের অভিযোগ, চেয়ারম্যান সাহেব এর সুদৃষ্টি না থাকায় বেপরোয়া হয়েছে বাজারটি।অন্যতায় শক্ত বাজার কমিটি করার আহ্বান ব্যবসায়ীদের।
শুক্রবার - সোমবার বাজার টাইম,জমজমাট হয় অত্র বাজারটি।
দূরদূরান্ত থেকে আসে ক্রেতা- বিক্রিতারা।তখনিই দেখা মিলে এক অচেনা ব্যক্তি,নাম তাঁর নবীর হোসাইন নইব্বা।
কাজের কাজ কিছু হয়না না,ফুটফাটে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায়ে গাফিলতি নেই, নবীর হোসাইন (নইব্বা'র)
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০