মোঃ-আজিজুল হক আজু, মাতারবাড়ী প্রতিনিধি ;
মহেশখালীর মাতারবাড়ীতে মসজিদের মোতাওয়াল্লি ও জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধে দু'পক্ষের গুলাগুলি-ঘটনা ঘটেছে। এসময় রুবেল ৩০ নামের এক যুবক পায়ে গুলি লেগে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত রুবেলকে উদ্ধার করে তাঁর শশুর বাড়ীর লোকজন হাসপাতালে নিয়ে গেছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।
আহত রুবেল,মাতারবাড়ীর সাইরাডেইল গ্রামের মৃত ছৈয়দ মাষ্টারের ছেলে।
ঘটনাটি ঘটেছে ১লা অক্টোবর রাত ১১টা ৪০মিনিটের সময়।
এলাকাবাসীর সুত্রে জানা গেছে, স্থানীয় মৃত ছৈয়দ মাষ্টারের ছেলে নজরুল ইসলাম গংদের সাথে পাশাপাশি গ্রামের হানিরভর সুলতান গংদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের টহলে থাকা একদল পুলিশ
ব্যাপক গুলাগুলির শব্দশুনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। পরে দুই পক্ষের ৫জন করে ১০জনকে মাতারবাড়ী ক্যাম্পে নিয়ে যায় বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০