মুহাম্মদ কাইছারুল ইসলাম, মাতারবাড়ী:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) হযরত আমজাদ আলী শাহ (রঃ) -এর জেয়ারত শেষে গণসংযোগের মাধ্যমে মাতারবাড়ীতে প্রচার চালালেন মাতারবাড়ী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন (বিএ,বিএড)।
বিকাল ৩ ঘটিকার সময় মাতারবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। বিকাল ৩ ঘটিকার সময় মাতারবাড়ীর বাংলাবাজার হতে গণসংযোগ বের হয়ে হ্বংস মিয়াজীর পাড়া , সাইরারডেইল , মগড়েইলসহ মাতারবাড়ীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। তিনি মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন প্রত্যাশী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের পরিক্ষিত সাবেক ছাত্র নেতা। তাঁর গণসংযোগ এক জনসমুদ্রে পরিণত হয়। গণসংযোগে এলাকার বৃদ্ধ হতে শুরু করে সকলে অংশগ্রহণ করেন।
এ সময় এলাকার প্রবীণ নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাস্টার রুহুল আমিনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
গণসংযোগ শেষে মাতারবাড়ী তৈয়্যবিয়া মাদরাসা মাঠে বক্তব্যে মাতারবাড়ীবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন- “মাননীয় প্রধান মন্ত্রীর মনের ঠিকানা হচ্ছে মাতারবাড়ী”। তাই সুদুর অতীতে মাতারবাড়ীর মাটিতে এসেই মাতারবাড়ীকে ২য় টুঙ্গীপাড়া আখ্যা দিয়ে অত্র এলাকাবাসীকে সম্মানীত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই হৃদয়ের বন্ধনের কারণে উন্নত শহরের আদলে তথা সিঙ্গাপুরের আদলে মাতারবাড়ীকে গড়ে তুলতে প্রনয়ন করেছেন মহা পরিকল্পনা। তারই অংশ হিসেবে তিনি আসছেন আমাদের জন্য অনেকগুলো উন্নয়ন প্রকল্পের ঘোষনা নিয়ে। তাই উন্নয়নের সারথী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০