মো: ইসহাক খাঁন (দেবিদ্বার,কুমিল্লা) :
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাব রহমান ভূঁইয়ার বাড়িতে ছুটে এসেছে বিমান বাহিনীর প্রতিনিধি দল। রোববার (২৭ জুলাই) দুপুরে তারা কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের বাড়িতে যান।
বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আগত প্রতিনিধি দল নিহত মাহতাবের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উইং কমান্ডার আতিক হাসান।
তিনি বলেন, "আমরা দোয়া করছি, সারা দেশ দোয়া করছে—আমরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। আমরা মাহতাব ভূঁইয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং যারা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
এসময় ১২ জন বিমান বাহিনীর সদস্য প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।
নিহত মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, "আমার ছেলের জন্য সারা বাংলাদেশ দোয়া করেছে। আপনারা দোয়া করবেন, আমার ছেলে যেন জান্নাতবাসী হতে পারে।"
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০