ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মহেশখালী উপজেলা পরিষদ ভবনে ঢাকনা বিহীন সেপটিক ট্যাঙ্ক! দুর্ঘটনার আশঙ্কা।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৪, ১১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

শহীদুল ইসলাম কাজল।

মহেশখালী উপজেলা পরিষদের নতুন ভবনের সেপটিক ট্যাঙ্ক এর ঢাকনা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, এমনই জানান অনেকেই। নতুন ভবণের দক্ষিণ পূর্বপাশে বেশ কিছুদিন ধরে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা না থাকলেও মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।

সরজমিন দেখা যায়, মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের হাজারের অধিক সেবা প্রত্যাশী লোকজন এসে থাকেন উপজেলা পরিষদে। দিনের বেলায় ছোট ছোট শিশুদের মাঝমধ্যে ওই সেপটিক ট্যাঙ্কের উপর খেলাধুলায় মগ্ন থাকেন এমন তথ্য পাওয়া যায়।

এ ছাড়াও ওই জায়গায় অনেক মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষের আনাগোনাও দেখা যায় প্রায় সময়। বিষয়টি উপজেলা পরিষদ ও এলজিইডি কে স্থানীয় একজন সংবাদকর্মী মৌখিক ভাবে জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ পাওয়া যায়। এভাবে ঢাকনা বিহীন সেপটিক থাকলে যেকোনো মুহুর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

উপজেলা পরিষদ ভবনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেক কর্মকর্তা প্রতিদিন আসা-যাওয়া হলেও কারো চোখে কী পড়েনি অরক্ষিত সেপটিক ট্যাঙ্ক? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গের দায়িত্বে অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নিবে?

উপজেলা প্রশাসনে কর্মরত একজন কর্মচারী জানান-সেপটিক ট্যাঙ্কের ঢাকনা চুরি করে নিয়ে গেছে কিছুদিন হচ্ছে। কিন্তু দুর্ঘটনা রোধে জরুরী ভিত্তিতে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এভাবে দায় এড়িয়ে চলছে সবাই। দুপুর বেলায় প্রায় সময় কিছু সংখ্যক বয়স্ক ভিক্ষুকদের ওই সেপটিক ট্যাঙ্কের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আসা যাওয়ার পথে উপজেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে দক্ষিণ পূর্ব পাশের খোলা জায়গা দিয়ে বের হয়ে যায়।

ওইসময়ে কৌতূহল বশত অনেক শিক্ষার্থী ঢাকনা বিহীন সেপটিক ট্যাঙ্কে গিয়ে ট্যাঙ্কের পানিতে জন্ম নেওয়া বিভিন্ন পোকামাকড় নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন এমনই জানান একজন শিক্ষক। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঢাকনা বিহীন সেপটিক ট্যাঙ্ক’ এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালী’ মীকি মারমা’র দৃষ্টি আকর্ষণ করলে তিনি নিজেও জানেন না কখন সেপটিক ট্যাঙ্কের ঢাকনা চুরি হয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমনটাই জানান তিনি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন জানান- দুর্ঘটনারোধ কল্পে সেপটিক ট্যাঙ্কের ঢাকনার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অনেক দিন এভাবে পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় অনেকের কাছে প্রশ্নবিদ্ধ তাদের কার্যক্রম।

46 Views

আরও পড়ুন

শার্শায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন ইউএনও নয়ন কুমার

সর্বাত্মক কর্মবিরতিতে বুটেক্স শিক্ষকরা

কবি আসাদ বিন হাফিজের ইন্তেকাল

বুটেক্সের আইপিই বিভাগে নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা

নরসিংদীর কৃতিসন্তান চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন

চাকরীচ্যুত ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ

নরসিংদীতে গ্লোবাল টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি ছেড়ে আ.লীগে যোন দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান!!!

মহেশখালী উপজেলা পরিষদ ভবনে ঢাকনা বিহীন সেপটিক ট্যাঙ্ক! দুর্ঘটনার আশঙ্কা।

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান উপস্থাপনা ও জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে ২য় হওয়ায় সাইয়ারাকে আদর করলেন প্রতিমন্ত্রী রিমি