

সংবাদদাতা(মহেশখালী, ককসবাজার) ;
৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৯:৫০ ঘটিকার সময় বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত Peter David Haas স্পিড বোর্ড যোগে কক্সবাজার হতে মহেশখালী আদিনাথ জেটিতে আগমন করেন।
পরে মাইক্রোবাস যোগে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজরোক পাড়া এনজিও সংস্থা হোপ হাসপাতালে যান।
১১:৩০ ঘটিকা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালে কার্যক্রম পরিদর্শন করেন এবং হোপ হাসপাতাল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় Excelerate Energy Bangladesh Ltd এর Strategic Adviser-H.E. Mr. Peter David Haas অংশগ্রহণ করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে হোপ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হাসপাতালটির কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। সমাজের অনগ্রসর ও সুবিধা বঞ্চিত মানুষ যাতে চিকিৎসা সুবিধা গ্রহণ করে সে বিষয়ে তিনি দিকনির্দেশনাও প্রদান করেন।
১২:১০ ঘটিকা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেন,যেখানে মহেশখালী বনবিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় Excelerate Energy Bangladesh Ltd কান্ট্রি ডিরেক্টর কমোডর (অব:) হাবিব বয়ান, হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, শক্তি ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ইমরান আহমেদ, হেড অফ প্রোগ্রাম শমশের উল আলম এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সফর সঙ্গী ছিলেন।
১২:৩০ ঘটিকা পর্যন্ত শক্তি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আদিনাথ জেটিঘাট আগমন করত: শক্তি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মোবাইল ক্লিনিক পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ১৩:২০ ঘটিকার সময় আদিনাথ জেটিঘাট হতে কক্সবাজারের উদ্দেশ্যে মহেশখালী ত্যাগ করেন। উল্লেখ্য এক্সিলেটরি এনার্জি এলএমজি গ্যাস কর্তৃক জাহাজবাহী প্রতিষ্ঠানের একটি সহযোগী। হোপ ফাউন্ডেশন কর্তৃক মহেশখালী উপজেলাধীন কুতুবজুম ইউনিয়নের বুজরকপাড়া স্থাপিত হাসপাতালটির সমস্ত জায়গা এবং অবকাঠামো সাবেক মার্কিন রাষ্ট্রদূত ব্যয়ভার বহন করেন বলে জানা যায়। উল্লেখ্য হোপ ফাউন্ডেশনের হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে আজ শক্তি ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০