ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মহেশখালীতে টমটম চালকদের হয়রানি বন্ধে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৩, ২:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

মোহাম্মদ ফারুক আজম, মহেশখালী।

মহেশখালীর শাপলাপুর টু বদরখালী টমটম চালকদের প্রভাবশালী ও অবৈধ এক সিন্ডিকেট টোল আদায়ে চালকদের ‘কে হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ করেছে শাপলাপুর ব্যাটারি চালিত টমটম মালিক সমবায় সমিতি।

৭ ই অক্টোবর ২৩ ইং শনিবার বিকাল ৪ টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপু ইউনিয়নের জে.এম.ঘাট বাজার চত্বরে শাপলাপুর টমটম মালিক সমবায় সমিতির আয়োজনে ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সমাবেশের সভাপতিত্ব করেন ইমন সরওয়ার নছিম। সভাপতি,শাপলাপুর টমটম মালিক সমবায় সমিতি ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুহুল কাদের মানিক,সভাপতি- কক্সবাজার অটো বাইক মালিক কল্যাণ সমিতি সোসাইটি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অজিত কুমার দাস -সাধারণ সম্পাদক কক্সবাজার অটো বাইক মালিক কল্যাণ সমিতি।

এতে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, এম. ইউ. পি ( ২নং ওয়ার্ড) শাপলাপুর, মোস্তফা কামাল বাদশা,সহ-সম্পাদক শাপুলাপুর টমটম মালিক সমিতি।

এই সময় বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ চালকদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা আমাদের এই দাবি যৌক্তিক। টমটম শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় এর চেয়ে বড় আন্দোলন করতে বাধ্য হবে। যেকোন বিপদ-আপনাদের শ্রমিকদের পাশে থাকবে বলেন আশা ব্যর্থ করেন বক্তৃারা। চালকদের মিথ্যা মামলার হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে কোন লাভ নেই। এই চাঁদাবাজিদের প্রতিহত তারা সব সময় প্রস্তুত।

সাইফুল ইসলাম বলেন, অসহায় টমটম চালাক ও মালিকরা জীবিকা নির্বাহের স্বার্থে ব্যাটারির গাড়ি হাতে তুলে নিয়েছে। অবৈধ একটি সিন্ডিকেট ভুয়া রেজিস্ট্রার প্রাপ্ত সমিতির নাম দিয়ে চালাক কাছে থেকে টোল আদায় করে নিচ্ছে। সিন্ডিকেট প্রভাবশালী হওয়াতে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও হামলার ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগকারী টমটম চালক রুহুল কাদের বলেন, বদরখালী স্টেশনের লাইনম্যান শাহাআজাম ’ সিন্ডিকেটটির মূলহোতা বলে দাবী করেন। এছাড়া চালিয়াতলী স্টেশনে নেজাম,শাপলাপুর স্টেশনে (অস্থায়ী) মিজাম লাইনম্যান হিসাবে টোল আদায় করেন। তিনি বলেন , প্রতিটি টমটম’কে ১০ টাকার রশিদ দিলেও আদায় করে অতিরিক্ত ২০ থেকে ৩০ টাকা করে টোল আদায় করে নিচ্ছে এই সিন্ডিকেট । কোনো টমটম ড্রাইভার টোল দিতে অপারগতা জানালে তাঁকে বেঁধে মারধর করা হয়।” ভুক্তভোগী ওই ড্রাইভার অনেকটা হতাশার সুরে এইও জানিয়েছেন, টমটম কোনো সময় দূর্ঘটনার শিকার হলে তা মীমাংসা করতে লাইনের অভিভাবক হিসেবে টমটমের লাইনম্যান কিংবা কে জানালে কখনো কোনো টমটম ড্রাইভার তাদের সহযোগিতা পান না।

শ্রমিক সমাবেশ হতে,অতিথি ও শ্রমিকরা মহেশখালীর উত্তরাংশের টমটম ড্রাইভাররা এই অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

349 Views

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫

বোয়ালখালীতে বিশেষ অভিযানের অস্ত্রসজ্জিত আটক ৪ জন