অবৈধ মালামাল জব্দ
মহেশখালী প্রতিনিধি :
মহেশখালীর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু ছালেহ'র মাতারবাড়ির মগডেইল বাজারস্থ বাড়িতে অভিযান চালিয়ে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত টানা ২ ঘন্টা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইচ চেয়ারম্যান আবু ছালেহের বাড়িতে এ অভিযান চালানো হয়।
মহেশখালী উপজেলার দায়িত্ব প্রাপ্ত কন্টিনজেন্ট কমান্ডার মাহমুদ হাসানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম এসময় আবু ছালেহের বাড়ি থেকে জব্দ করেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জেনেরেটর, ট্রান্সফরমার, ফ্রিজ, কম্পিউটার, মনিটর, ফিন্টার, পাম্প, ফ্যান, চেয়াসহ ১৯ আইটেমের মালামাল। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল সমুহ মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজিব চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
মহেশখালী উপজেলা দায়িত্বপ্রাপ্ত কন্টিনজেন্ট কমান্ডার মাহমুদ হাসান বলেন, আমরা খবর পেয়ে মগডেইল এলাকায় আবু ছালেহ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন প্রকারের মামলার জব্দ করি। যার বৈধ কোন কাগজ পত্র ছিল না। পরবর্তী মালামাল গুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০