ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে টঙ্গী সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২৬ মার্চ (মঙ্গলবার) কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরে বলেন, “স্বাধীনতার মূল্যবোধ রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো আমাদের দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভিন। তিনি বলেন, “স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে শিক্ষিত ও সচেতন নাগরিক গড়ে তুলতে হবে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ গঠনে তরুণদের ভূমিকা রাখতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর তাহমিনা সোবহান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুল হাসান এবং সেমিনার সহকারী মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব সরোয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ বলেন, “স্বাধীনতা শুধু উদযাপনের বিষয় নয়, এটি রক্ষা করাও জরুরি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

আলোচনা সভার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করা হয় এবং শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

145 Views

আরও পড়ুন

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগে স্বামী আটক

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই !!

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

কাপাসিয়ায় শহীদ জাকির হোসেনের পরিবারের হাতে জামায়াতের নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

কাপাসিয়ায় দুই দিনে ২ হাজার পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

প্রকৃত নেতৃত্ব বাহ্যিক প্রদর্শন নয়, জনকল্যাণের পথে

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স-স্টুডেন্টস ফোরামের গ্র‍্যান্ড ইফতার-২০২৫ সম্পন্ন

শান্তিগঞ্জের পাগলায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

শহীদ সাজিদের কবর জিয়ারত করলো জবি শাখা ছাত্রশিবির

শান্তিগঞ্জে পাইকাপন দারুস সুন্নাহ মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির ইফতার পার্টি সম্পন্ন