ঢাকাশনিবার , ১১ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বিশেষ সংবাদ
  4. সারা বাংলা

মধ্যনগরে বি পি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ ও আসরাফ উদ্দিন হিল্লোলঃ

শেখরের টানে, ডাক দিয়েছে আপন প্রান্তর এসো মিলি প্রাণে প্রাণে, স্লোগান নিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক (বিপি) উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০/০১/২০২৫) সকাল সাড়ে ৮ ঘটিকা হইতে দিনব্যাপী প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মিজবাহুর রেজা চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, ইসলাম উদ্দিন, মৌলবী ফজলুর রহমান,প্রয়াত সুধাংশু রায়,মনোরঞ্জন রায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়।

প্রতিষ্ঠানটির প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে দেলোয়ার হোসেন বাবু ও রমা রায় চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, ময়মনসিংহের গৌরীপুরের তৎকালীন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী তাঁর মা বিশ্বেশ্বরী রায় চৌধুরীর নামের সঙ্গে মিল রেখে ১৯২০ সালে উপজেলার মধ্যনগর বাজারে মধ্যনগর বিশ্বেশ্বরী মাইনর স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালে এটি উচ্চ বিদ্যালয় এবং ১৯৯৫ সালে এটি কলেজে উন্নীত হয়। জানা যায়, প্রতিষ্ঠানটির মোট ভূমির পরিমাণ ১৩ একর ৭৯ শতক। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রধান শিক্ষক ছিলেন রাকেশ চন্দ্র তালুকদার। অনুষ্ঠান ঘিরে প্রাক্তন ১ হাজার ২৬৩ জন ও বর্তমান ১ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম, ২০২০ সালে নিবন্ধনও করেছিলাম। আমাকে প্রধান অতিথি করা না হলেও প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই অনুষ্ঠানে আসতাম। এসব অনুষ্ঠানে কোলাহল হবে, আড্ডা হবে, ভাব বিনিময় হবে এটাই স্বাভাবিক। আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। আমার পক্ষে প্রতিষ্ঠানের জন্য যা যা করণীয়, তা–ই করতে আমি চেষ্টা করব। তিনি এই প্রতিষ্ঠানের নতুন ও প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনের জন্য অ্যালামনাই গঠন করার প্রস্তাব করেন।

অনুষ্টানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও উক্ত প্রতিষ্টানের প্রাক্তন ছাত্র গোলাম হায়দার, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিলেট) সাবেক চেয়ারম্যান রমাপদ রায়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার পিপিএম আ.ফ.ম. আনোয়ার হোসেন খান ও মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব রায়।

এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উৎসব আমেজে মুখরিত ছিল প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

16 Views

আরও পড়ুন

বাইশারীতে বেচা-কেনার সময় দেশীয় তৈরি ২টি অস্ত্রসহ গ্রেপ্তার ১ !!

কক্সবাজার সমুদ্র সৈকতে গুলি করে পর্যটককে হত্যা!

ছাত্রদলের শহীদদের তালিকায় শিবির কর্মী শহীদ আদিল , নেট দুনিয়ায় তুমুল সমালোচনা, ক্ষোভ প্রকাশ শহীদ পরিবারের

টেকনাফে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

৯দিন পর১৫লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত মুদির দোকানদার

মাতারবাড়ী পশ্চিমা বেড়িবাঁধে দুর্বলতা: বিপর্যয়ের মুখে উপকূল, নিরাপত্তা নিয়ে শঙ্কা

শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত 

পেকুয়ায় লবণাক্ত মাটিতে এই প্রথম হলুদ-সবুজের গালিচা

সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন 

নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়ে ঝগড়া ফেরাতে একজন খুন, আহত ৪

সাংবাদিক সম্মেলনে বিচারের দাবি
চকরিয়া জমজম হাসপাতালের গাইনী চিকিৎসকের অপচিকিৎসায় শিশুর মৃত্যু