মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দিঘর রূপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও জেলেদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির তিন নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে স্থানীয় তিন শতাধিক
নারী পুরুষ এ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রূপেশ্বর বিলের ইজারাদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বিএনপি সদস্য কামাল হোসেন ও যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল স্থানীয় জেলেদের উপর অত্যাচার চালাচ্ছেন। তাদের শাস্তি ও ইজারাদারদের অত্যাচার বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রূপেশ্বর বিলের ইজারাদার ও জেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় জেলেদের অভিযোগ, খাওয়ার জন্য মাছ ধরতে গেলে ইজারাদারের লোকজন তাদের জাল ছিনিয়ে নেয় এবং মারধর করে। এর প্রতিবাদে জেলে ও কৃষকরা বিক্ষোভে নামে।
অন্যদিকে, ইজারাদারপক্ষ অভিযোগ করে, সংঘবদ্ধ কয়েকজন জেলে বিলের মাঝখানে মাছ ধরতে গেলে পাহারাদাররা বাধা দেয়। পরে তারা ইজারাদারের অফিসে হামলা চালিয়ে পাহারাদার নিজাম উদ্দিনকে মারধর করে, ভাংচুর চালায়।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নতুন করে তিনজন জেলে গ্রেপ্তারের পরপরই বাজারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষুব্ধ জনতা বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন ও যুবদল আহ্বায়ক গোলাম সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,“বিএনপির সাথে স্থানীয় জনগণের বিরোধ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি এখনই শুনলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০