মধ্যনগর উপজেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগরে বিশিষ্ট সমাজসেবক, সৎ ও দক্ষ রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ মনির উদ্দিন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ) দুপুর ২ টা মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলী হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ ১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী উপাধাক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
মরহুম মনির উদ্দিন এর স্মরণে আলোচনা সভায় তাঁহার কর্ম জীবন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন
মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু বসন্ত কুমার বিশ্বাস, রমা চক্রবর্তী, বর্তমান সহকারী অধ্যাপক গোলাম জিলানী, মরহুমের মেজ জামাতা
গোবিন্দগঞ্জ আ: হক স্মৃতি ডিগ্রী কলেজের
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান মোঃ আমিন উদ্দিন, বড় জামাতা জগলুল হোসেন পীর,মেজু ছেলে মিনহাজ উদ্দিন পল্লব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মোক্তাদির হোসেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মাও: আব্দুল ওয়াহিদ মোহতামিম মহিউদ্দিন কওমি মহিলা মাদ্রাসা, মাও: রফিকুল ইসলাম,দৈনিক সংগ্রাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক,আলহেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা সুনামগঞ্জ এর শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, মাও: আব্দুল আজিজ, মধ্যনগর উপজেলা জামায়াতের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, রাশিদ আলম প্রধান শিক্ষক খালিশাকান্দা স: প্রা: বিদ্যালয়,মো: মোছাব্বির মিয়া অবসরপ্রাপ্ত সার্জেন্ট, মো: সাজল মিয়া অবসরপ্রাপ্ত সার্জেন্ট, মো: আবু হানিফা, মো: সম্রাট আলম প্রমুখ।
এই আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপাধাক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান সাহেবের বক্তব্য ও মাওলানা আবু তাহেরের দোয়া মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন সমাপ্তি ঘটে।