রফিকুল ইসলাম জসিম :
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) আয়োজিত ২০২৫ সালের নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ‘Bachelor of Science in Nursing’ কোর্সে চান্স পেয়েছেন মৌলভীবাজারের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান (নাজমা)।
নুসরাত জাহান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল গ্রামের কৃতি শিক্ষার্থী। তাঁর পিতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৌলভী তৈয়ব আলী এবং মাতা রাহিনা বেগম। তিনি ২০২২ সালে তেতইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে বিএএফ শাহিন কলেজ থেকে এইচএসসি পাস করে উভয় পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন।
তিনি বাংলাদেশের একটি স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, মণিপুরী মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের সদস্য। এ সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক বৈশিষ্ট্য নিয়ে বসবাস করে আসছেন। Tribal কোটায় আবেদন করে মেধার ভিত্তিতে নুসরাত জাহান লালমনিরহাট নার্সিং কলেজে ভর্তির সুযোগ পান।
তাঁর এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে একজন মানবিক ও নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছেন নুসরাত।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০