রফিকুল ইসলাম জসিম: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) আয়োজিত ২০২৫ সালের নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে মিডওয়াইফারি কোর্সে চান্স পেয়েছেন মৌলভীবাজার জেলার মেধাবী শিক্ষার্থী তামান্না বেগম।
তামান্না মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হুমেরজান গ্রামের কৃতি শিক্ষার্থী। তাঁর পিতা আইনুর উদ্দিন এবং মাতা সিরিজা বেগম।
তিনি মাধ্যমিক তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ও উচ্চমাধ্যমিক আব্দুল গুফুর চৌধুরী মহিলা কলেজ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
তামান্না বাংলাদেশের স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের মানুষ নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে কমলগঞ্জ দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন।
মেধার ভিত্তিতে মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট-এ মিডওয়াইফারি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান তামান্না বেগম। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে একজন মানবিক ও সেবামূলক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।স
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০