ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ভোলা-ঢাকা নৌরুটে চালু হচ্ছে দ্রুতগামী নৌযান গ্রীন লাইন সার্ভিস।

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ নভেম্বর ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

মো. সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):

-ভোলা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে দ্রুতগামী নৌযান গ্রিন লাইন সার্ভিস। এ সার্ভিসটি চালুর মধ্যদিয়ে প্রথমবারের মতো নৌপথে দিনের বেলায় রাজধানীতে যাতায়াত করতে পারবে ভোলাবাসী।এতে সময় এবং ভোগান্তি কমে যাবে এ পথে চলাচলকারীদের। সার্ভিসটি চালু হলে জরুরি প্রয়োজনে এ অঞ্চলের মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারবেন।
গ্রিন লাইন সার্ভিস চালুর দাবি ভোলাবাসীর দীর্ঘদিনের। যা খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে। এ খবরে লঞ্চে যাতায়াতকারী অনেক যাত্রীই সন্তুষ্ট প্রকাশ করেছেন। ভোলার জেলা প্রশাসক মাসুম আলম ছিদ্দিক বলেন, ভোলা-ঢাকা রুটে গ্রিন লাইন সার্ভিস চালুর সিধান্ত নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে লক্ষ্মীপুরের মতিরহাট পয়েন্ট ফেরীঘাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এ সার্ভিস দু’টি চালু হবে।
তিনি জানান, প্রতিদিন ভোলার ইলিশা থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে গ্রিন লাইন। এতে করে দিনের বেলায় যাতায়াত করতে পারবে দক্ষিণাঞ্চেলর মানুষ। আগে ভোলার মানুষকে ঢাকায় যেতে হতো রাতের বেলায়।গ্রিন লাইন চালুর লক্ষে ইলিশায় একটি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি টার্মিনাল স্থাপন করবে।
এদিকে, গ্রিন লাইন চালু হলে সময় অনেক কম লাগবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ উপ-পরিচালক মো. কামরুজ্জামান।তিনি বলেন, ভোলার খেয়াঘাট থেকে ঢাকার নৌ পথের রুটে দুরত্ব ১৫৫ কিলোমিটার। সেখানে লঞ্চ যোগে যেতে সময় লাগে ১১ ঘণ্টা। কিন্তু গ্রিন লাইন যাবে ইলিশা ঘাট থেকে সেখানে ৩০ কিলোমিটার কমবে। তাই লঞ্চ থেকে কমপক্ষে ৪/৫ ঘণ্টা সময় কম লাগবে রাজধানীতে পৌঁছাতে।
ভোলা থেকে নৌ-পথে লক্ষ্মীপুরের দুরত্ব ২৬ কিলোমিটার। সেখানে মজু চৌধুরীর ঘাট থেকে মতিরহাট এলাকায় ফেরীঘাট স্থাপন করা হলে সেখানে দুরত্ব কমে যাবে ১২ কিলোমিটার।
জানা গেছে, রাজধানীর সঙ্গে ভোলার নৌ-পথে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম নৌযান। প্রতিদিন এ পথে জেলা সদরসহ জেলার সাত উপজেলা থেকে ১৪টি লঞ্চ চলাচল করে। উভয় স্থান থেকে রাতেই এসব লঞ্চ চলাচল করে। ভোরে গন্তব্যে গিয়ে পৌঁছায়। নৌযানের ওপর নির্ভরশীল এ অঞ্চলের যাত্রীরা।
লঞ্চ যাত্রীরা জানান, লঞ্চের পাশাপাশি দিনের বেলায় গ্রিন লাইন চালু হলে একদিকে যেমন যোগাযোগ মাধ্যম সহজ হবে অন্যদিকে সময়ও বাঁচবে।

104 Views

আরও পড়ুন

শরণখোলায় ছাত্র অধিকার পরিষদ’র কমিটি গঠন। 

রাবি শিক্ষার্থীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম