মো. সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):-
ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটূক্তি করার প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলায় তৌহিদী জনতার সমাবেশে পুলিশ-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত রয়েছেন দুই শতাধিক।
বোরহানউদ্দিন পৌর ৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিল মিরাজ পাটোয়ারির ছোট ভাই মাহফুজুর রহমান ঘটনাস্থলে পুলিশের গুলিতে মারা গেছেন। নিহত অপর দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্ব ঘোষিত প্রত্যেক ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্র হয়ে নবী অবমাননা ও আল্লাহকে নিয়ে কটক্তি কারিকে ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকা।
কিন্তু সুষ্ঠু সমাবেশ সময়ের আগে শেষ করতে পুলিশের তাড়া দিলে জনতার মধ্যে ক্ষোভের দানা বাধতে থাকে। একপর্যয় রূপ নেয় সংঘর্ষের।
স্থানীয়রা জানান, সকাল এগারোটায় সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশ এগারোটার আগেই সমাবেশ শেষ করতে চাপ দেন। এতে করে দূরদুরান্ত থেকে আসা জনতারা ক্ষেপে গিয়ে পুলিশের ওপর ইট পাটকেল ছুরলে পুলিশ পাল্টা গুলি ছোড়লো সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক লোক আহত হয়।আহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
অভিযোগ উঠেছে বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। সে শুক্রবার বিকেলে তার নামের ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েক জনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালের ম্যাসেজ আসে।
বিপ্লব চন্দ্র শুভ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্ধের ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভ’র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ তায়ালা ও নাবী করিম (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার তার কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে ম্যাসেজ করে।
এক পর্যায় কয়েটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিন সর্ট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে।
এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে আসলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখেন।