মোঃ নাঈম মিয়া,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।এসময় ভৈরব পৌর শহরে বিভিন্ন হাসপাতাল অভিযান চালিয়ে ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
রবিবার (২৯ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
ওই নির্দেশ অনুযায়ী ভৈরব পৌর শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায়
স্বদেশ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার, আল-নুর মেডিক্যাল সেন্টার ও ভৈরব নিউ লাইফ মেডিক্যাল সেন্টার, নুর জাহান মেডিক্যাল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার ও হাজী আসমত মেডিক্যাল
সেন্টার সিলগালা করা হয়।
অভিযানের খবর পেয়ে স্বদেশ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার, আল-নুর মেডিক্যাল সেন্টার ও ভৈরব নিউ লাইফ মেডিক্যাল সেন্টার আগে ভাগেই বন্ধ করে গাঁ ঢাকা দেয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেয়ে বৈধ কাগজ পত্র ও নিবন্ধন না থাকায় এ ৫ টি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে।